itel S25 Price in Bangladesh | Details Reviews

itel S25 মোবাইলের ডিজাইন / Design

itel S25

itel S25 ফোনটির থিকনেস অনলি 7.3 মিলিমিটার, যার কারনে ফোনটা হাতে নিলেই বোঝা যাবে যে এটি বেশ স্লিম একটি ফোন ।এই ফোনটি ওজনের দিক থেকেও কম মাত্র 185 গ্রাম এবং এই ডিভাইসটিতে IP54 এরও রেটিং রয়েছে । যার কারনে এটি হালকা পাতলা ফ্ল্যাশ প্রুভ বলা যেতে পারে । itel এটাতে AI নয়েস রিডাকশন সিস্টেম রয়েছে । যার ফলে এটি ফোনের অপর প্রান্তের ব্যক্তিটি নয়েস এর কোন ঝামেলায় পড়বেন না । 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক রয়েছে এই ফোনটিতে । ফোনটির বডি ফ্রেম টি প্লাস্টিকে তৈরি ।

Phone Size7.3 mm thickness
Weight185g

itel S25 মোবাইলের ডিসপ্লে টাইপ / Display Type

এই ফোনের সব থেকে আকর্ষণীয় পার্ট হলো এর ডিসপ্লে সেকশন । এই ফোনটিতে ফুল HD+ রেজুলেশন এর Amoled প্যানেল রয়েছে । ফোনটিতে 120 Hz হাই রিফ্রেশ রেট দেওয়া হয়েছে ,যেখানে আপনি মোবাইল টিতে 1800 nits পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন । এই ডিসপ্লের ব্রাইটনেস ইনডোর এবং আউটডোরে ব্যবহারের উপযোগী এবং এটি ডিরেক্ট সানলাইট এও ব্যবহার করা যায় ।

Display TypeAMOLED
Refresh Rate120hz
Brightness1200 – 1800nit

itel S25 মোবাইলের ডিসপ্লে সাইজ / Display Size

itel S25 ফোনের ডিসপ্লে সাইজ হলো 6.78 ইঞ্চি এবং ফোনটি 1বিলিয়ন কালার শো করতে পারে । ফোনটির pixel ডেনসিটি 393 ppi । এর ডিসপ্লের কালার ইন্ট্রোডাকশন খুবই ভালো এবং ভাইব্রেন টাইপের কালার দেয় একদম একুরেটের দিকে থাকছে না । তবে কালারফুল হওয়াতে যে কোন কনটেন্ট ওয়াচের এক্সপেরিয়েন্স খুবই ভালো হবে । ডিসপ্লেটির চীন ব্যাজেল একেবারে ন্যারো না ।

Display Size6.78Inch
Pixel Density393ppi
Resolutio1080*2436

আইটেল এস25 মোবাইলের সেন্সর গুলো / Sensors

ফোনটির ডিসপ্লের নিচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ,যা এই প্রাইস পয়েন্টে একেবারে ইউনিক । এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং একুর্রিড ।

SensorsFingerprint,Gyro,Proximity,Compuss

itel S25 মোবাইলের অপারেটিং সিস্টেম / Operating System

itel S25 ফোনটা রান করছে আইটেল ওএস 14.5 ভার্সন এন্ড্রয়েড 14  । আইটেল এই ফোনটিতে ২ বছরের এন্ড্রয়েড আপডেট দিবে । এছাড়াও এই ফোনটিতে সিক্সটি মান্থের ফ্লুএন্সি প্রটেকশন দেওয়া হয়েছে ।

Operating SystemAndroid 14
Supported OSitel OS 14.5
System Update2 years

Itel s25  মোবাইলের প্রসেসর / Processor

itel S25

itel S25 ফোনটির প্রসেসর সেকশনে Unisoc T620 প্রসেসরটি  ব্যবহার করা হয়েছে । এই প্রসেসরটির ট্রানজিস্টর সাইজ 12 ন্যানোমিটার । এই প্রসেসরটি নতুন ,তবে এটি মিডিয়াটেক হিলিও G99 এবং মিডিয়াটেক হিলিও G91 এর মাঝামাঝি  পড়ে মূলত এই প্রসেসরটি । এই ফোনটি সাধারণত গেমিং এর জন্য নয় তবে এই ফোনটিতে হালকা গেমিং ও করা যেতে পারে ।

ProcessorUnisoc T620
Processor Size12nm
Processor Core8 Core

Ram and Rom

এই মোবাইলটিতে Ram আছে 6GB এবং সেই সাথে 128GB রোম রয়েছে । এই ৬ জিবি ram এই স্মার্টফোনটিকে বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারে এবং এর অ্যাপ ওপেন ক্লোজ টাইম বেশ পারফেক্ট রয়েছে ।

Ram6GB/8GB
Rom128GB
Virtual Ram8GB

আইটেল এস25 মোবাইলের ক্যামেরা / Camera

itel S25

itel S25 ফোনটি রিয়ারে ৫০ মেগাপিক্সেলের মেন শুটার রয়েছে এবং এছাড়াও একটি Auxiliary লেন্স রয়েছে । আর এই ফোনটির সেলফি ক্যামেরা  রয়েছে ৩২ মেগাপিক্সেলের শুটার । প্রোপার লাইটে এটি শার্পনেস এবং ডিটেলস বেশ ভালো দিতে পারে । লো লাইট এর ক্ষেত্রে এটি বেশ কিছুটা সফট করে এবং ছবির নয়েজের পরিমাণ একটু বেড়ে যায় । তবে প্রাইস পয়েন্ট বিবেচনার ক্ষেত্রে এটি বেশ পারফেক্ট রয়েছে । লো লাইটে ছবি তোলার ক্ষেত্রে গ্রেনের দেখাও বেশ ভালো পাওয়া যায় ।কিন্তু প্রোপারলাইটে থাকলে বেশ ভালো একটা আউটপুট বের করা যায় এই ডিভাইসটির ক্যামেরা থেকে । সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হল এই প্রাইজ পয়েন্ট এর মধ্যে 2x এ পোর্ট্রেট মোড নেওয়া যাবে এবং এখানে এআইয়েরও বেশ কিছু ফিচার রয়েছে । এই প্রাইস পয়েন্ট এর সবগুলো ফোনের সেলফি  ক্যামেরার থেকে এই ফোনের সেলফি  ক্যামেরা সবচেয়ে এগিয়ে রয়েছে । এর তোলা ছবিতে শার্ট নেস ডিটেলস এবং ডাইনামিক রেঞ্জ  ঠিকঠাক রয়েছে ।

Primary Camera50MP
ApertureF1.6
HDRYes

আরো পড়ুন – Vivo Y29 5g

itel S25 মোবাইলের ভিডিও / Video

এর মেইন ক্যামেরায় এবং  সামনের  ক্যামেরায় সর্বোচ্চ ভিডিও করা যায় 1080p 30fps এ । কিন্তু এর ভিডিওতে তেমন স্টেবিলিটি নেই ।

Video Quality1440p@30fps, 1080p@30fps
OIS/EISNo

আইটেল এস25 মোবাইলের ব্যাটারি / Battery

এই ফোনটিতে ব্যাটারি রয়েছে 5000 mAh এবং তার সাথে 80 ওয়ার্ডের চার্জার রয়েছে । এই প্যাকেজটি 13,999 টাকায় ডিসেন্ট একটা প্যাকেজ বলা যায় । এর ব্যাটারি ব্যাকআপ একদিন পাওয়া যাবে ঠিকঠাক ভাবে ।

Battery Capacity5000 mAh
Battery Typelithium polymer
Supported Charging18w

itel S25 মোবাইলের বাংলাদেশের দাম কত ?

Itel S25 এই ফোনটি ২০২৪ এ ৯ নভেম্বর বাংলাদেশের রিলিজ হয়েছে । বাংলাদেশে এই ফোনটির প্রাইস 13,999 টাকা ।

আরো পড়ুন – iphone 16E

Conclusion

13,999 টাকার ডিভাইস যা অফার করছে এই প্রাইস পয়েন্টে ফুল HD+ রেজুলেশনের Amoled প্যানেল রয়েছে এবং 120Hz হাই রিফ্রেস রেট দিচ্ছে itel S25 এই ফোনে । এমনকি এই ফোনের অন্যান্য যে স্পেক রয়েছে সেগুলো একদম সরাসরি কম্পেয়ার করা যায় বিশ হাজার টাকা প্রাইজ রেঞ্জের এই ডিভাইস থেকে কিন্তু আপনি এই ফোন টি পাচ্ছেন মাত্র 13,999 টাকায় । যারা একটা ভালো ডিসপ্লে চাই তার ডিভাইসে এবং যারা মিডিয়া কনজামশন করে এবং অনেক ভিডিও দেখে তাদের কাছে এই ডিসপ্লেটি একটি আকর্ষণীয় পাট বলে মনে হবে । 13,999 টাকায় আইটেল যা দেওয়ার ট্রাই করেছে এটা সত্যিই একটি সাহসের ব্যাপার ।এই ফোনটি সিক্সটি মান্থের ফ্লুয়েন্সি প্রটেকশন দিয়েছে । মোবাইলটিতে 1800 nits পিক ব্রাইটনেস রয়েছে যা ইনডোর এবং আউটডোরে ইউজের উপযোগী । ফোনটির ক্যামেরার ক্ষেত্রে এর শার্পনেস ,ডিটেলস এবং ডায়নামিক রেঞ্জ ঠিকঠাক রয়েছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই প্রাইজ পয়েন্টে এই ফোনটিতে 2x পোর্ট্রেট মোড রয়েছে । এই ফোনটিতে ব্যাটারি রয়েছে 5000 mAh এবং তার সাথে 80 ওয়ার্ডের চার্জার রয়েছে । এই প্যাকেজটি 13,999 টাকায় ডিসেন্ট একটা প্যাকেজ বলা যায় ।এতে Unisoc T620 প্রসেসর রয়েছে যা মিডিয়াটেক হিলিও G99 এবং মিডিয়াটেক হিলিও G91 এর মাঝামাঝি রয়েছে ।

প্রশ্ন : আইটেল এস25 মোবাইলটি কয়টি কালারে রিলিজ হয়েছে ?

উত্তর : আইটেল এস25 মোবাইলটি তিনটি কালারের রিলিজ হয়েছে এবং কালার গুলো হল Bromo Black ,Mambo Mint ,Sahara Gleam ।

প্রশ্ন : itel S25 মোবাইলের ডিসপ্লে কেমন ?

উত্তর : itel S25 মোবাইলটিতে ফুল HD+ Amoled ডিসপ্লে রয়েছে ।

প্রশ্ন : আইটেল এস25 ফোনটিতে কত মিলিমিটার হেডফোন জ্যাক রয়েছে ?

উত্তর : আইটেল এস25 ফোনটিতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক রয়েছে ।

প্রশ্ন : ফোনটিতে কত পিক ব্রাইটনেস রয়েছে ?

উত্তর : ফোনটিতে 1800 nits  পিক ব্রাইটনেস রয়েছে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top