Pixel 9 Pro XL মোবাইলের / Design

Table of Contents
Pixel 9 Pro XL ফোনে গুগল এর ডিজাইনটি পাল্টে দিয়েছে এবং ফোনটি iphone এর মত করার চেষ্টা করেছে । ফোনটির ক্যামেরা বাদে এর বডি আইফোনের মত বক্সী শেপের ডিজাইন করা । এটি পিক্সেলের যে আইকনিক ডিজাইন তার সাথে মোটামুটি ফ্যামিলিয়ার । এর কোনগুলোকে যেভাবে রাউন্ডেড করে দিয়েছে এর ফলে আইফোনের থেকেও এই পিক্সেল ফোনটি হাতে নিলে আইফোনের থেকে তুলনামূলক বেশি কমফোর্টেবল লাগবে । এর ওয়েট ব্যালেন্স ভীষণ ভালো এবং ফোনটি হাতে নিলেও তেমন কোনো ভারী ফিল হয়না । তাই বলা যায় পিক্সেলের এই ফোনটি android এর যতগুলো ফোন আছে তার মধ্যে ডিজাইন এবং ইনহ্যান্ট ফিলিং এর ক্ষেত্রে মোস্ট অফ দ্যা বেস্ট একটি ফোন ।
Phone Size | 162.8 x 76.6 x 8.5 mm |
Weight | 221 g |
IP Rating | IP68 |
পিক্সেল ৯ প্রো এক্সএল মোবাইলের ডিসপ্লে টাইপ / Display Type
এই ফোনটিতে LTPO OLED টাইপের ফুল HD+ ডিসপ্লে রয়েছে এবং এর রিফ্রেশ রেট 120 Hz । ফোনটির পিক ব্রাইটনেস 3000 nits এবং 2000 nits HBM ব্রাইটনেস রয়েছে । ফোনটি ইনডোর এবং সরাসরি সানলাইটে ব্যবহারের কোন সমস্যা হয় না । ফোনটির বডি ফ্রেম অ্যালুমিনিয়াম এ তৈরি ।
Display Type | LTPO OLED |
Refresh Rate | 120hz |
Brightness | 2000-3000 nits |
HDR | Yes |
Pixel 9 Pro XL ডিসপ্লে সাইজ / Display Size
Pixel 9 Pro XL ডিসপ্লের সাইজ 6.8 ইঞ্চি এবং এই ফোনটিতে গরিলা গ্লাস ভিক্টাস টু এর প্রটেকশন দেয়া হয়েছে । এর স্কিন টু বডি রেশিও 88.0 % এবং ফোনটির ডিসপ্লে রেজুলেশন 1344 বাই 2992 পিক্সেল পর্যন্ত । মোবাইলটির পিপিআই ডেন্সিটি 486 ppi ।
Display Size | 6.8 inches |
Pixel Density | 486ppi |
Resolution | 1344 x 2992 pixels |
Protection | Corning Gorilla Glass Victus 2 |
Pixel 9 Pro XL মোবাইলের সেন্সর গুলো / Sensors
ইদানিং সকল স্মার্টফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টা নিচের দিকে থাকলেও google Pixel 9 Pro XL ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার টা একটু উপরের দিকে দিয়েছে । যা ইউজ করতে বেশ সুবিধা হবে এবং এর রেসপন্স ও খুবই ফাস্ট । Google তাদের হার্ডওয়্যার থেকে সফটওয়্যার এর দিকে বেশি নজর দিয়েছে । Google স্পেশালি এবার AI এর দিকে নজর দিয়েছে এবং এই ফোনটিতে প্রতিটা ক্ষেত্রে AI রয়েছে । ফটোর ক্ষেত্রে খুবই পাওয়ারফুল ম্যাজিক ইডিটর দেওয়া হয়েছে ,ক্যামেরার ক্ষেত্রে এখানে এড মি নামক একটি ফিচার দেওয়া হয়েছে ।এ আই অ্যাসিস্ট্যান্টের সাথে খুবই ভালোভাবে কথাবার্তা চালানোর জন্য Gemini Live বলে একটি ফিচার দেয়া হয়েছে । এরকম আরও অসংখ্য ফিচার দেয়া হয়েছে ।
Sensors | Fingerprint, accelerometer, gyro, proximity, compass, barometer, thermometer |
Fingerprint | Under Display |
ফোনের অপারেটিং সিস্টেম / Operating System
এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 আউট অফ দা বক্স এ এসেছে । গুগল এই ফোনটিতে ৭ বছরের সফটওয়্যার আপডেট দিয়েছে । এই ফোনটি শুধু এআইয়ের ফোন নয় এর সফটওয়্যার এ শুধু এ আই নেই ,এটা একটি আউটস্ট্যান্ডিং সফটওয়্যার স্মার্ট ফোন ।
Operating System | Android 14 |
Update | 7 Years |
Pixel 9 Pro XL প্রসেসর / Prosesor
Pixel 9 Pro XL ফোনটিতে প্রসেসর হিসেবে Googie Tensor G4 প্রসেসর টি ব্যবহার করা হয়েছে । এতে কোন ধরনের নেটওয়ার্ক ইস্যু ফেস হয় না । ফোনটিতে সিপিইউ হিসেবে Octa-core এ একটি 3.1 GHz ,তিনটি 2.6 GHz এবং চারটি 1.92 GHz কোর রয়েছে । ফোনটি জিপিইউ Mali-G715 MC7 সাপোর্ট করে ।
Processor | Google Tensor G4 |
Processor Size | 4nm |
Processor type | Octa-Core |
GPU | Mali-G715 MC7 |
Also Read – Samsung Galaxy A55
Pixel 9 Pro XL ফোনের র্যাম এবং রম / Ram and Rom
Pixel 9 Pro XL মোবাইলটি 4টি ভেরিয়েন্টে রয়েছে । 16Gb Ram 128Gb Rom ,16Gb Ram 256Gb Rom ,16Gb Ram 512Gb Rom ,16Gb Ram 1TB Rom । ফোনটিতে UFS 3.1 টাইপের স্টোরেজ দেয়া হয়েছে ।এই ফোনটিতে 16GB Ram রয়েছে যার মধ্যে ৩ জিবি শুধু এআইএর কাজের জন্য আলাদাভাবে ইন্ডিকেটেড করে রাখা হয়েছে ।
Storage Type | UFS 3.1 |
RAM | 16GB |
ROM | 128GB/256GB/512GB/1TB |
Varient | 128GB 16GB RAM, 256GB 16GB RAM, 512GB 16GB RAM, 1TB 16GB RAM |
Pixel 9 Pro XL মোবাইলের ক্যামেরা / Camera

Pixel 9 Pro XL ফোনটির ক্যামেরা ডিপার্টমেন্টে রিয়ারে তিনটি ক্যামেরার সেট আপ রয়েছে । ফোনটিতে 50MP+48MP+48MP মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এবং এই ক্যামেরাতে জেনারেটিক এ আই রয়েছে । পিক্সেলের স্পেশালিটি হলো একটু ন্যাচারাল টাইপের ইমেজ দেখানো এবং এটি আইফোনের থেকেও ন্যাচারাল ছবি প্রোডিউস করে । এই ফোনটির জুম ক্যাপাবলিটি আইফোনের থেকেও বেটার রয়েছে । এতে তোলা ছবিতেও ডিজিটাল শার্টনেস এবং ডিটেলস অনেক ভালো আসবে ।এই ফোনের সেলফি ক্যামেরার ক্ষেত্রে ৪২ মেগাপিক্সেলের এবং এতে পারফেক্ট কালার ,পারফেক্ট টন এবং ডিটেলসও অনেক ভালো আসছে ।
Primary Sensor | 50MP, 25mm (Wide) |
Secondary Sonsor | 48MP, 113mm (periscope telephoto) & 48MP (ultrawide) |
OIS | Yes |
HDR | Yes |
পিক্সেল ৯ প্রো এক্সএল ফোনের ভিডিও / Video
এই ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 8k তে 30fps এই ভিডিও করা যায় । এতে gyro-EIS ,OIS রয়েছে যার কারনে ফোনটি দিয়ে সুন্দর ভিডিওকরা যায় । এছাড়াও ফোনটির সামনের ক্যামেরা দিয়ে 4k তে 60fps এ ভিডিও শুট করা যায় ।
Video Quality | 8K@30fps, 4K@24/30/60fps, 1080p@24/30/60/120/240fps |
OIS/EIS | Yes |
পিক্সেল ৯ প্রো এক্সএল ফোনের ব্যাটারি / Battery
গুগল এই ফোনটিতে 5060 mAh এর ব্যাটারি দিয়েছে । পিক্সেল ফোনটিতে সাধারণত ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়া যায় না কিন্তু গুগলের এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো । এই ফোনটিতে অনায়াসে এক দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে ।
Battery Capacity | 5060 mAh |
Battery Type | Lithium-Ion |
Supported Aderptor | 37W wired |
Pixel 9 Pro XL মোবাইলের বাংলাদেশে দাম কত
Pixel 9 Pro XL ফোনটি বাংলাদেশের ২০২৪ সালের ২২ আগস্ট রিলিজ হয়েছে । এই ফোনটির বাংলাদেশে 16Gb Ram & 128Gb Rom এর আনঅফিসিয়াল প্রাইস 99,000 । ভারতে পিক্সেল 9 প্রো এক্সেল এর দাম 124999 রুপি 16Gb Ram & 256Gb Rom ভ্যারিয়েন্ট ।
Also Read – Xiaomi redmi note 14
Bangladesh Price | 99,000BDT – 16GB/128GB |
Indian Price | 124999 Rs – 16GB/256GB |
Conclusion
Pixel 9 Pro XL ফোনে গুগল এর ডিজাইনটি পাল্টে দিয়েছে এবং ফোনটি iphone এর মত করার চেষ্টা করেছে ।এই ফোনটিতে ভাইব্রেশন আছে , ভাইব্রেটিং মোটর যেটা দিয়েছে । অর্থাৎ কোন কিছু টাইপ করতে বা কাজ করতে গিয়ে যে ভাইব্রেশনটা হয় ,সেই জিনিসটা গুগল এখানে অসাধারণ ভাবে ইমপ্লিমেন্ট করেছে । এটি প্রতিটা ছোটখাটো জায়গায় ভাইব্রেট করছে এবং সেটা একদম প্রিমিয়াম ফিলিং দিচ্ছে । Samsung গ্যালাক্সি এস ২৪ আল্ট্রা এর সাউন্ড এর ক্ষেত্রে তুলনা করতে হলে Samsung ফোনে সাউন্ড সবথেকে লাউড দেওয়ার চেষ্টা করেছে ,কিন্তু google এই লাউড সাউন্ড এর কোন ঝামেলা রাখেনি । পিক্সেলের এই ফোনটি android এর যতগুলো ফোন আছে তার মধ্যে ডিজাইনএবং ইনহ্যান্ট ফিলিং এর ক্ষেত্রে মোস্ট অফ দ্যা বেস্ট একটি ফোন ।এই ফোনটিতে 16GB Ram রয়েছে যার মধ্যে ৩ জিবি শুধু এআইএর কাজের জন্য আলাদাভাবে ইন্ডিকেটেড করে রাখা হয়েছে । অসংখ্য ফিচার দেয়া হয়েছে ফোনটি অর্থাৎ সবকিছুতেই এই আয়ের টাচ রয়েছে ।পিক্সেলে একটু ন্যাচারাল টাইপের ইমেজ দেখানো এবং এটি আইফোনের থেকেও ন্যাচারাল ছবি প্রোডিউস করে । পিক্সেল ফোনটিতে সাধারণত ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়া যায় না কিন্তু গুগলের এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো । এটি পিক্সেলের যে আইকনিক ডিজাইন তার সাথে মোটামুটি ফ্যামিলিয়ার ।
প্রশ্ন উত্তর পর্ব
প্রশ্ন : Pixel 9 Pro XL ফোনটির স্টোরেজ টাইপ কত ?
উত্তর : Pixel 9 Pro XL কোনটির স্টোরেজ টাইপ UFS 3.1 ।
প্রশ্ন :পিক্সেল ৯ প্রো এক্সএল ফোনটিতে কত বছরের সফটওয়্যার আপডেট দেওয়া হয়েছে ?
উত্তর : পিক্সেল ৯ প্রো এক্সএল ফোনটিতে ৭ বছরের সফটওয়্যার আপডেট দেয়া হয়েছে ।
প্রশ্ন : পিক্সেল ৯ প্রো এক্সএল ফোনের স্কিন টু বডি রেশিও কত ?
উত্তর : পিক্সেল ৯ প্রো এক্সএল ফোনের কিন্তু বডি রেশিও হলো 88.0% ।