Samsung Galaxy S25 Price in Bangladesh / বাংলাদেশে দাম

 Samsung Galaxy S25 Specification

Samsung Galaxy S25
Samsung Galaxy S25

Samsung Galaxy S25 মোবাইলের বডি সাইজ / Body Size

Samsung Galaxy S25 ফোনটির বডির দৈর্ঘ্য 146.9 mm ,প্রস্থ 70.5 mm এবং পুরত্ব 7.2 mm । এই ফোনটির গ্লাস ফ্রন্ট এবং গ্লাস ব্যাক এ Gorilla glass Victus 2 রয়েছে । এই মোবাইলটি অ্যালুমিনিয়াম ফ্রেমে তৈরি হয়েছে । ফোনটিতে দুইটি Nano  সিম রয়েছে । এই ফোনটির আইপি রেটিং IP68 । যার ফলে ফোনটি 1.5 মিটার জলে 30 মিনিট পর্যন্ত থাকলেও ফোনটি সচল থাকবে ।

স্যামসাং গ্যালাক্সি এস২৫ মোবাইলের ডিসপ্লে টাইপ / Display Type

এই ফোনটি Dynamic LTOP Amoled 2x ডিসপ্লের সাথে এসেছে । ফোনটির ডিসপ্লের রিফ্রেশ রেট 120 Hz যা HDR10+ সাপোর্ট করে । এই মোবাইলটি 2600 nits peak ব্রাইটনেস রয়েছে,। এই ফোনটির ব্রাইটনেস 2600 nits হওয়ার কারণে ব্যবহারকারীরা সানলাইটেও ফোন দিয়ে কোন সমস্যা ছাড়া ব্যবহার করতে পারবে । 

 Samsung Galaxy S25 ফোনের ডিসপ্লে সাইজ / Display Size 

স্যামসাং গ্যালাক্সি এস২৫ ডিসপ্লের সাইজ 6.2 ইঞ্চি । যার স্কিন টু বডি রেশিও 91.1% । এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন 1080 পিক্সেল থেকে 2340 পিক্সেল পর্যন্ত । ফোনটির পিক্সেল ডেন্সিটি 416 ppi । এই ফোনের ডিসপ্লে কে প্রটেকশন করছে Corning Gorilla Glass Victus 2 । 

স্যামসাং গ্যালাক্সি এস২৫ মোবাইলের অপারেটিং সিস্টেম / Operating System 

Samsung Galaxy S25 ফোনটি Android 15 Version রান করে । এই ফোনটিতে Up to 7 major Android upgrades রয়েছে । ফোনটি Samsung UI 7 সিস্টেমকে সাপোর্ট করে ।

ফোনের  প্রসেসরগুলো / Processor

এই মোবাইলটি Qualcomm SM8750-AB Snapdragon 8 Elite প্রসেসর ব্যবহার করেছে । প্রসেসর্টির ট্রানজিস্টর সাইজ 3  ন্যানোমিটার । ফোনটির সিপিইউ অক্টা-কোর ।  প্রসেসরটি দুইটি 4.47 GHz এবং ছয়টি 3.53 GHz কোড দ্বারা বিল্ডিং । এই মোবাইলটি জিপিইউ 830 অ্যাড্রেনো রয়েছে । এই ফোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার দেওয়া হয়েছে ।

স্যামসাং গ্যালাক্সি এস২৫ মোবাইল র‍্যাম এবং রম / Ram and Rom 

Samsung Galaxy S25 ডিভাইসটি চারটি ভার্সনে মার্কেটে এসেছে । ফোনটিতে 256GB Rom এবং 12GB Ram ,512GB Rom এবং 12GB Ram ,1TB Rom এবং 12GB Ram ,1TB Rom এবং 16GB Ram রয়েছে । মোবাইলটির স্টোরেজ টাইপ UFS 4.0 ।

ফোনের ক্যামেরা / Camera 

Samsung Galaxy S25

এই মোবাইলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটাপ রয়েছে ।এই ফোনটিতে ব্যাক সাইডে 200 MP ,10MP এবং 50 ,মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে । প্রথম ক্যামেরাটি 200 MP এ 24mm Wide Angle ক্যামেরা রয়েছে যার লেন্সের অ্যাপার্টচার f/1.7 । দ্বিতীয় ক্যামেরাটি 10  মেগাপিক্সেলের 67  মিলিমিটার টেলিফটো লেন্স রয়েছে এবং এর লেন্সের অ্যাপার্টচার f/2.4 । এটি 3x  পর্যন্ত অপটিকাল জুম করতে পারে । তৃতীয় 50 মেগাপিক্সেলের ক্যামেরাটি 111 মিলিমিটার পেরিস্কোপ টেলিফটো ও  লেন্সের অ্যাপার্টচার f/3.4 এবং ক্যামেরাটি 5x পর্যন্ত অপটিকাল জয়েন করতে পারে । এর পরের ক্যামেরাটি 50MP যা 120 ডিগ্রী আল্ট্রা ওয়াইট এবং এর লেন্সের অ্যাপার্টচার f/1.9 । ফোনটির ক্যামেরাগুলাতে OIS ,PDF সিস্টেম রয়েছে । এছাড়া ফোনটিতে 12MP সেলফি ক্যামেরার হয়েছে যা 26mm এবং এর লেন্সের অ্যাপার্টচার f/2.2 ।

আরো পড়ুন – Samsung galaxy s25 ultra

স্যামসাং গ্যালাক্সি এস২৫ ফোনের ভিডিও / Video 

Samsung Galaxy S25 মোবাইলটির প্রধান ক্যামেরা দিয়ে  অসাধারণ ভিডিও শুট করা যায় । ফোনটির লেন্সের সাথে OIS থাকার  ফলে ভিডিও করার সময় ভিডিওগুলো অনেক ভালো হয় । ফোনটির 50 মেগাপিক্সেলের ক্যামেরা Super Steady ভিডিও করা যায় এবং ফোনের ক্যামেরা 3x থেকে 5x পর্যন্ত অপটিকাল জুম করা যাবে । ফোনটির 12MP সেলফি ক্যামেরা দিয়ে 4k পাশাপাশি 1080p এ 30থেকে 60fps পর্যন্ত ভিডিও করা যাবে । ফোনটির প্রধান ক্যামেরা দিয়ে 8k তে 24 থেকে 30fps ,4k তে 30 থেকে 120fps এবং 1080p এ 30 থেকে 240fps পর্যন্ত ভিডিও করা যাবে ।

স্যামসাং গ্যালাক্সি এস২৫ মোবাইলের সেন্সর গুলি / Sensors 

Samsung Galaxy S25
Samsung galaxy s25

এই মোবাইলটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে । এই ফোনটির আন্ডার  ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের রেসপন্স অনেক ফাস্ট। এছাড়াও ফোনটিতে অ্যাক্সিলোমিটার, গেরো, প্রক্সিমিটি, কম্পাস, ব্যারোমিটার সেনসর রয়েছে ।  

Samsung Galaxy S25 ফোনের ব্যাটারি  / Battery

স্যামসাং গ্যালাক্সি এস ২৫ ফোনটির ব্যাটারি টাইপ Li-lon 5000 mAh । যার মাধ্যমে ব্যবহারকারীরা অনেক সময় পর্যন্ত ফোনটি ব্যবহার করতে পারবে । এই ফোনটির সাথে 45 Watt এর একটি চার্জার থাকছে যার সাহায্যে 65% চার্জ 30 মিনিটে হবে । অর্থাৎ 40 মিনিটের মধ্যে ফোনটিতে 100% চার্জ করা সম্ভব ।

Samsung Galaxy S25 Price in Bangladesh / বাংলাদেশে দাম 

Samsung Galaxy S25 ফোনটি এখনো লঞ্চ হয়নি । এই ফোনটি 3 ফেব্রুয়ারি 2025 এ লঞ্চ করা হবে । বাংলাদেশে ফোনটির স্পেসিফিকেশন অনুযায়ী 95,000 টাকা থেকে দাম শুরু হতে পারে ।

Read More – Samsung galaxy s25

Conclusion

মার্কেটে বিভিন্ন রেঞ্জে বিভিন্ন ধরনের স্মার্টফোন ব্র্যান্ড থাকলেও  প্রিমিয়াম  স্মার্টফোনের প্রসঙ্গ উঠলে Samsung galaxy S সিরিজ এর স্মার্টফোনের নাম আসে । এবার samsung তাদের galaxy s25 সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে । লুক ,ডিজাইন ,ফিচার এবং স্পেসিফিকেশন এর মত সমস্ত সেগমেন্টের সেরা Galaxy s25 । Samsung Galaxy S25 ফোনটির ক্যামেরায় dual-pixel PDAF সহ আলট্রা ওয়াইট অ্যাঙ্গেল লেজ ফিচার থাকবে এবং একইভাবে পেরিস্কোপ লেন্স সহ 5x এবং টেলি ফটো 3x অপটিক্যাল জুম সাপোর্ট করে ।এই ফোনটিতে Dynamic LTPO Amoled ডিসপ্লে দেয়া হয়েছে । মোবাইলটিতে 5000mAh ব্যাটারিতে 45 Watt এর ফার্স্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে ।

প্রশ্ন : মোবাইলটির প্রসেসরের ট্রানজিস্টর সাইজ কত ?

উত্তর : Samsung Galaxy S25 মোবাইলটির প্রসেসারে ট্রানজিস্টর সাইজ 3 ন্যানোমিটার ।

প্রশ্ন : স্যামসাং গ্যালাক্সি এস২৫ ফোনটি কি 5G নেটওয়ার্ক সমর্থন করে ?

উত্তর : হ্যাঁ , স্যামসাং গ্যালাক্সি এস২৫ ফোনটি 2G,3G,4G,5G সব ধরনের নেটওয়ার্ক সমর্থন করে ।

প্রশ্ন : মোবাইলটির বাংলাদেশে প্রাইজ কত ?

উত্তর :স্যামসাং গ্যালাক্সি এস২৫ মোবাইলে বাংলাদেশের প্রাইজ আনুমানিক 95,000 টাকা যেটায় 12GB Ram ও 256GB Rom রয়েছে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top