Samsung Galaxy S25 Ultra ফিচার এবং দাম

Samsung Galaxy S25 Ultra Specification

Samsung Galaxy S25 Ultra
Samsung galaxy s25 ultra

Samsung Galaxy S25 Ultra মোবাইলের বডি সাইজ / Body Size 

Samsung Galaxy S25 Ultra ফোনটির দৈর্ঘ্য 162.8 মিলিমিটার ,প্রস্থ 77.6 মিলিমিটার এবং পুরত্ব 8.2 মিলিমিটার | এই মোবাইলের ওজন 218 গ্রাম | এই ফোনটি Samsung Galaxy S24 Ultra এর ওজনের তুলনায় অনেকটা হালকা | ফোনটির গ্লাস ফ্রন্ট ও ব্যাক সাইডে Corning Gorilla Armor 2 দিয়ে তৈরি করা হয়েছে | এই মোবাইলের বডি Titanium ফ্রেম এ তৈরি | এই ফোনটির আইপি রেটিং IP68 যার কারনে ফোনটি দেড় মিটার জলে ৩০ মিনিট পর্যন্ত থাকলেও ফোনটি নষ্ট হওয়ার ভয় থাকবে না | এই ফোনটি যাতে হাত থেকে পিছলে পড়ে না যায় এজন্য ফোনের দুই সাইডে ফ্ল্যাট সাইড ফ্রেম তৈরি করা হয়েছে | 

Samsung Galaxy S25 Ultra মোবাইলের ডিসপ্লে / Display Type

Samsung Galaxy S25 Ultra

এই ফোনটি Dynamic LTPO Amoled 2x ডিসপ্লের সাথে মার্কেটে এসেছে | মোবাইলটির রিফ্রেশ রেট 120Hz যাকে HDR10+ সাপোর্ট করে | এই ফোনটি 2600 nits পর্যন্ত ব্রাইটনেস দিয়ে থাকে যার মাধ্যমে ব্যবহারকারীরা দিনের বেলা ফোনটি বাইরে ব্যবহার করতে পারবেন | এই ফোনটিতে পৃথিবীর সবচেয়ে ভালো স্ক্রিন প্রটেকশন Gorilla Glass Armor 2 রয়েছে |

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা ফোনের ডিসপ্লে সাইজ / Display Size 

Samsung Galaxy S25 Ultra ফোনটির বডি সাইজ 6.9 ইঞ্চি এবং এর স্কিন টু বডি রেশিও 92.5% | ফোনটির ডিসপ্লে সাইজ এত বড় হওয়ার কারণে ব্যবহারকারীরা বিভিন্ন সিনেমা , গান, ভিডিও খুব সুন্দর ভাবে উপভোগ করতে পারবে |এই মোবাইলটির  ডিসপ্লে রেজুলেশন 1440 Pixel থেকে 3120 পিক্সেল পর্যন্ত যার পিক্সেল ডেনসিটি 498ppi | ফোনটি ডিসপ্লের ক্ষেত্রে Hope 3 Display টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং এন্টি রিফ্লেকশন কোটিং রয়েছে |

Samsung Galaxy S25 Ultra মোবাইলের অপারেটিং সিস্টেম / Operating system

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা ফোনটি Android 15 Version এ বাজারে লঞ্চ করা হয়েছে | এই ফোনটি 7 major Android upgrades দিচ্ছে | এই ফোনটি UI 7 সিস্টেমকে সাপোর্ট করে |

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা ফোনের প্রসেসর / Processor

Samsung Galaxy S25 Ultra মোবাইলটি Qualcomm SM8750 Snapdragon 8 Elite প্রসেসরের সাথে এসেছে | এই প্রসেসারে ট্রানজিস্টর সাইজ 3 ন্যানোমিটার যার জন্য ব্যাটারি অনেকটা বেঁচে যাবে | এই ফোনটির সিপিইউ অক্টা-কোর দুইটি 4.47 GHz এবং ছয়টি 3.53 GHz ওরিয়ন ভি ২ ফিনিক্স  প্রসেসর রয়েছে | এই ফোনটির প্রসেসর জিপিইউ অ্যাড্রেনো 830 সাপোর্ট করে | 

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা ফোনের র‍্যাম ও রোম / Ram and Rom 

এই মোবাইলটি মার্কেটে চারটি ভার্সনে এসেছে | এই ফোনটিতে 256GB Rom এবং 12GB Ram ,512GB Rom এবং 12GB Ram ,1TB Rom এবং 12GB Ram ,1TB Rom এবং 16GB Ram রয়েছে | ফোনটিতে স্টোরেজ টাইপ টাইপ UFS 4.0 | 

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা মোবাইলের ক্যামেরা / Camera 

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা ফোনটির ক্যামেরাগুলোর লেন্স সার্কেল, স্যামসাং গ্যালাক্সি এস24 আল্ট্রা লেন্সের সার্কেলের তুলনায় আরো বোল্ড এবং ব্ল্যাক করা হয়েছে | 200 MP প্রধান ক্যামেরাটি 24mm Wide angle এ রয়েছে যার লেন্সের Aperture f/1.7 | এর পরের ক্যামেরাটি 10 মেগাপিক্সেল এর 67 মিলিমিটার টেলিফটো লেন্স আছে এবং এই ক্যামেরাটির লেন্সের অ্যাপারচার f/2.4 | এই ক্যামেরাটি 3x পর্যন্ত অপটিকাল জুম সেন্সর রয়েছে | এরপর 50 মেগাপিক্সেলের 111 মিলিমিটার পেরিস্কোপ টেলিফটো রয়েছে যার লেন্সের অ্যাপারচার f/3.4 এবং সর্বশেষ ক্যামেরাটির 50 মেগাপিক্সেল এ 120 ডিগ্রি আল্ট্রাওয়াইট যার f/1.9 লেন্সের অ্যাপারচার রয়েছে | এছাড়াও ফোনটিতে 12 মেগাপিক্সেলের 26 মিলিমিটার Wideangle এ সেলফি ক্যামেরা রয়েছে যার লেন্সের অ্যাপারচার f/2.2 | ফোনটির ক্যামেরা দিয়ে এস ব্লগে শুট করা যাবে | যার কারণে একদম ফ্ল্যাট ভাবে ছবি অথবা ভিডিও শুট করা যাবে | 

মোবাইলের ভিডিও / Video 

ফোনটির প্রধান ক্যামেরা দিয়ে 8k তে 24 থেকে 30fps ,4k তে 30-120fps ,1080p এ 30-240fps দিয়ে ভিডিও করা যায় | এই ফোনটি HDR10+ সাপোর্ট করে | মোবাইলটিতে ক্যামেরায় বহুমুখী PDAF ,OISও gyro-EIS রয়েছে | যার কারনে ভিডিও করার সময় কোন কম্পন হয় না এবং ভিডিওর ডিটেলস অনেক চমৎকার হয় | এই ফোনটিতে 10-bit HDR রেকর্ডিংয়ের সুবিধা থাকছে |

আরো পড়ুন – Xiaomi redmi 14c 5g

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা ফোনের সেন্সর গুলি / Sensors 

এই ডিভাইসটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে এবং এর পাশাপাশি একসেলেরোমিটার ,গ্যারো ,প্রক্সিমিটি ,কম্পাস ,ব্যারোমিটারসেন্সর গুলো রয়েছে | ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর রেসপন্স অনেক ফাস্ট |

Samsung Galaxy S25 Ultra মোবাইলের ব্যাটারি / Battery 

Samsung Galaxy S25 Ultra

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা ফোনটির সাথে Li-lon 5000 mAh টাইপের ব্যাটারি রয়েছে | এই মোবাইলের সাথে 45 Watt এর একটি চার্জার রয়েছে | যা দিয়ে ফোনটিতে ৪০ মিনিটের মধ্যে 100%  চার্জ করা যাবে | ফোনটির উন্নত ডিসপ্লে ,AI এজেন্ট থাকার জন্য ফোনটি ইউজ এর ফলে ফোনটি দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে | 

Samsung Galaxy S25 Ultra বাংলাদেশে ফোনটির দাম কত ?

Samsung Galaxy S25 Ultra ফোনটি ২৪ শে জানুয়ারি ২০২৪ এ লঞ্চ মার্কেটে করা হয়েছে | বাংলাদেশে ফোনটি অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি বিক্রি শুরু হয়েছে | বাংলাদেশে এই ফোনটির অফিসিয়াল প্রাইজ প্রায় 243,999 এবং আনঅফিসিয়ালি  প্রাইজ প্রায় 102,000 টাকা |

Read More – Samsung Galaxy S25 Ultra

Conclusion 

Samsung Galaxy S25 Ultra হল একটি আকর্ষণীয় স্মার্টফোন যার একটি আশ্চর্য ডিজাইন 2600 nits উজ্জ্বল ডিসপ্লে ,অনেক কর্মক্ষমতা এবং বহুমুখী ক্যামেরা সিস্টেম প্রদান করে | ফোনটির ডায়নামিক LTPO Amoled 2x ডিসপ্লে , একটি শক্তিশালী প্রসেসর ,অসাধারণ ক্যামেরা এবং Li-lon 5000 mAh বিশাল ব্যাটারি | এই ডিভাইসটির বডি Titanium ফ্রেমে তৈরি করা হয়েছে | এই ফোনটিতে 10-bit HDR রেকর্ডিংয়ের সুবিধা থাকছে |এই ফোনটিতে একটি এমবেডেড এস পেন এবং নতুন এ আই বৈশিষ্ট্য রয়েছে |  এই ফোনটিতে IP68 রেটিং রয়েছে যা ধুলো এবং জল প্রতিরোধ করে |

প্রশ্ন উত্তর পর্ব  FAQ

প্রশ্ন :Samsung Galaxy S25 Ultra ফোনটিকে ফাস্ট চার্জিং সাপোর্ট করে ?

উত্তর : হ্যাঁ , ফোনটির সাথে 24 Watt এর একটি ফাস্ট চার্জার রয়েছে যার মাধ্যমে ফোনটি ৪০ মিনিটের মধ্যে 100% দ্রুত চার্জ হয় |

প্রশ্ন : Samsung Galaxy S25 Ultra মোবাইলটি কি 5G নেটওয়ার্ক সাপোর্ট করে ?

উত্তর : হ্যাঁ ,Samsung Galaxy S25 Ultra ফোনটি 2G,3G,4G এবং 5G নেটওয়ার্ক সাপোর্ট করে | 

প্রশ্ন : Samsung Galaxy S25 Ultra ফোনটি কি বাংলাদেশের মার্কেটে দাম কত ?

উত্তর : Samsung Galaxy S25 Ultra ফোনটির বাংলাদেশের দাম 2,43,999 টাকা যার 12GB Ram এবং 256GB Rom রয়েছে | 

প্রশ্ন :  ফোনটি কয়টি কালারের মার্কেটে এসেছে ?

উত্তর : ফোনটির ৭ টি কালারের মার্কেটে এসেছে |  কালার গুলো হল : Titanium silver Blue ,Titanium Black ,Titanium White Silver ,Titanium Gray ,Titanium Jade Green ,Titanium Jet Black ,Titanium Pink Gold |

1 thought on “Samsung Galaxy S25 Ultra ফিচার এবং দাম”

  1. Wow! Well documentation and good presentation. This is a great post about Samsung Galaxy s25 ultra . I learn much about Samsung this model on this blog post. Now I can make decision to buy this smartphone.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top