Tecno V Fold 2 Price, camera,120hz Display, Processor

Tecno V Fold 2 ফোনের বক্সে সাথে যা যা থাকছে

Tecno V Fold 2
Tecno V Fold 2

Tecno V Fold 2 ফোনটির বক্সে প্রথমেই রয়েছে এই স্মার্টফোনটি । এই স্মার্টফোনটি সুপার স্লিম এবং এটি প্রিভিয়াস জেনারেশন থেকে ফোনটাকে আরো বেশি স্লিম করা হয়েছে । ফোনটির সাথে 70w চার্জার এবং টাইপ সি কেবলও রয়েছে । এছাড়াও সিম  ইজেকটার পিন ,সুন্দর একটি কেইজ ,stylus pen রয়েছে ।

Tecno V Fold 2 ফোনের ডিজাইন

Tecno V Fold 2 ফোনটি ডিজাইনে অনেক নতুনত্ব রয়েছে এবং এটি প্রিভিয়াস জেনারেশন থেকে এই ফোনটিতে বেশ ভালো রকমের পরিবর্তন এসেছে । ফোনটির আগের থেকে অনেক স্লিম করা হয়েছে এবং ফোনটি হাতে নিলে একটি অনেক শক্তিশালী ফিল দেবে । ফোনটি ১ মিটার দূরত্বে থেকে যদি এই ফোনটি পড়ে যায় তাতেও সমস্যা হবে না এবং ফোনটিতে IP54 এর রেটিং রয়েছে । এ কারণে ফোনটিতে জল ঢোকার পসিবিলিটি নেই এবং ফোনের পোর্টগুলো ওয়াটার এবং ডাস্ট প্রুফ । এই ফোনটিতে মেটাল হিসেবে ব্যবহার করা হয়েছে  Aerospace Grade মেটাল । ফোনটির পুরুত্ব 5.5 মিলিমিটার এবং এটি আনফল অবস্থায় এটির পুরুত্ব দাঁড়ায় 11.98 মিলিমিটার । সব মিলিয়ে মোবাইলটির ওজন ২৪৯ গ্রাম । এই ফোনটির বডি টাইটানিয়াম Alloy এ তৈরি ।

Dimensions159 x 140.4 x 6.1 mm
Weight249
IP RatingIP54 ( Dust and Water Resistant )

Tecno V Fold 2 ফোনের ডিসপ্লে টাইপ

Tecno V Fold 2 display হিসেবে LTPO AMOLED প্যানেল ব্যবহার করা হয়েছে । ফোনটির সাথে যে pen টি রয়েছে তা সাপোর্ট দেবে এই ফোনের ডিসপ্লেতে । সাধারণত যারা প্রোডাক্টটিভ কাজ করে সে ক্ষেত্রে তাদের এই pen টার প্রয়োজন রয়েছে । ফোনকে ডিসপ্লে 1B কালার সাপোর্ট করে । এর ডিসপ্লের পিক ব্রাইটনেস 1600 nits এবং এই ফোনটির ডিসপ্লে কে প্রটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ।

Display TypeFoldable LTPO AMOLED
Display Brightness1600 nits
Display ProtectionCorning Gorilla Glass Victus

টেকনো ভি ফোল্ড ২ ফোনের ডিসপ্লে সাইজ

এই ফোনটিতে দুইটি ডিসপ্লে রয়েছে সামনে একটি এবং ভিতরে একটি । ভিতরের ফ্লেক্সিবল ডিসপ্লে বা বড় ডিসপ্লে সাইজ 7.85 ইঞ্চি । এর ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz ।ফোনটির সামনের ডিসপ্লের সাইজ 6.42 ইঞ্চি ও এটি ফুল HD+ রেজুলেশন এবং এখানেও 120Hz রিফ্রেশ রেট রয়েছে । এছাড়াও ফোনটির বড় ডিসপ্লে টা 2k+ রেজুলেশনের । ফোনটির উপরে থাকা ডিসপ্লে টা এটির রাইট সাইড হালকা কার্ভ করা ।

Display Size6.42 inches
Foldable Display Size7.85 inches
Display Resulation1080 x 2550 pixels
Foldable Display Size2000 x 2296 pixels
Display Refresh Rate120hz

Tecno V Fold 2 ফোনের ক্যামেরা

Tecno V Fold 2

Tecno V Fold 2 ফোনটির রিয়ার প্যানেলে ক্যামেরা স্কয়ারশিপ আকারের ।ফোনটি রিয়ারে তিনটি ক্যামেরা রয়েছে এবং তিনটি ক্যামেরায় ৫০ মেগাপিক্সেলের । প্রথমটি ২৩ মিলিমিটার ওয়াইট অ্যাঙ্গেল ,দ্বিতীয়টি 50 মিলিমিটারের টেলিফটো ক্যামেরা এবং তৃতীয়টি আলট্রাওয়াইট ক্যামেরা ।ফোনটির দ্বিতীয় ক্যামেরাটি 2x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারে এবং এটি পোট্রেট ছবি তোলার সময় ব্যবহার করা যাবে। এছাড়াও ফোনটির সেলফি ক্যামেরা ৩২ মেগাপিক্সেলের এবং এর বড় ডিসপ্লের যে ক্যামেরা রয়েছে এটি আন্ডার ডিসপ্লে না ।

Primary Camera50MP,23mm, wide
Secondary Camera50MP, 50mm, telephoto,2x optical Zoom
2nd Secondary Camera50MP,Ultrawide
OISYes
HDRYes

টেকনো ভি ফোল্ড ২ ফোনের ভিডিও

এই ফোন দিয়ে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4k তে 60fps এ ।

Video Quality1080p@60fps

Tecno V Fold 2 ফোনের প্রসেসর

Tecno V Fold 2

Tecno V Fold 2 ফোন প্রিভিয়াস জেনারেশনে যে প্রসেসরটি ছিল এই ফোনটিতেও সেম সেই প্রসেসরটি রয়েছে । ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 9000+ প্রসেসর রয়েছে । সাধারণত ফোল্ডএবল ডিভাইস গুলোতে পাওয়ার এর প্রয়োজন হয়, যা এই প্রসেসরটি পারফেক্টলি ডেলিভার করতে পারে । এর কারণে তারা এই প্রসেসরের দিক দিয়ে কোন পরিবর্তন আনেনি বরং এটার বিল্ট কোয়ালিটি , ডিজাইন এবং ক্যামেরায় ইমপ্রুভমেন্ট এনেছে । এই প্রসেসরটি অনেক শক্তিশালী একটি প্রসেসর এবং এর থেকে বেশ ভালো পারফরম্যান্স পাওয়া যাবে । এই প্রসেসরটির ট্রানজিস্টর সাইজ ৪ ন্যানোমিটার এবং এটি জিপিইউ Mali-G710 MC10 সাপোর্ট করে । Tecno V Fold 2 AnTuTu score এসেছে 1158040 । Tecno V Fold 2 AnTuTu স্কোর দেখে বোঝা যায় এই ফোনটি দিয়ে যেকোনো কাজ ভালোভাবেই করা যাবে ।

Also Read – Samsung Galaxy A55

ProcessoMediatek Dimensity 9000+
Processor Size4nm
Processor typeOcta-Core
GPUMali-G710 MC10

ফোনের অপারেটিং সিস্টেম | Operating System

এই স্মার্টফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 14 এ ।অন্যদিকে ফোন দিতে দুই বছরের মেজর আপডেট পাওয়া যাবে । এছাড়াও এই ফোনটিতে HiOS 14 Fold ,স্টেডিও স্পিকার পাওয়া যাবে এবং এটার সাউন্ড কোয়ালিটিও ভালো রয়েছে ।

Operating SystemAndroid 14
Supporting OSHiOS 14 Fold
Update2 Years

ফোনের Ram এবং Rom

এই ফোনটিতে 12GB Ram এবং 512GB স্টোরেজ রয়েছে ।

Ram12GB
Rom512GB
Storage TypeUFS

ফোনের সেন্সরগুলো | Sensors

এই ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং এছাড়াও ফোনটিতে accelerometer ,gyro ,proximity ,compass এই সেন্সর গুলো রয়েছে ।

SensorsFingerprint, accelerometer, gyro, proximity, compass
FingerprintUnder display
Fingerprint typeOptical

ফোনের ব্যাটারি | Battery

মোবাইলটির সাথে 5750 mAh এর ব্যাটারি এবং তার সাথে 70 Watt এর একটি ফাস্ট চার্জার রয়েছে । ফোনটিতে মিনিটে ৫০% অর্থাৎ ৪৯ মিনিটে ১০০% চার্জ হয় ।ফোনটি 15w ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে ।

Also Read – Pixel 9 Pro XL

Battery Capacity5750mAh
Charging Adaptor70W
Wireless Charging15W

Tecno V Fold 2 ফোনের বাংলাদেশে দাম কত

ইতোমধ্যে বাংলাদেশে  Tecno V Fold 2 অফিশিয়ালি চলে এসেছে । যারা সাধারণত ফোল্ডেবল ডিভাইস ইউজ করতে চান কিন্তু দাম অনেক বেশি হয়, তাদের জন্য প্রাইজের ক্ষেত্রে  এটি একটি পারফেক্ট স্মার্টফোন । বাংলাদেশের মার্কেটে এই ফোনের প্রাইস 130,000 টাকা । টেকনো ভি ফোল্ড ২ ইন্ডিয়াতে ৮৯ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যায়

Tecno V Fold 2 price in bangladesh130000 BDT
Tecno V Fold 2 price in India89999 Rs
Tecno V Fold 2 price in Nigeria₦ 1,770,533
Tecno V Fold 2 price in Pakistan369999 PKR

Conclusion

Tecno V Fold 2 ফোনটি ডিজাইনে অনেক নতুনত্ব রয়েছে এবং এটি প্রিভিয়াস জেনারেশন থেকে এই ফোনটিতে বেশ ভালো রকমের পরিবর্তন এসেছে । সাধারণত এই ফোনের ইমপ্রুভমেন্ট এর জায়গা গুলো হল এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এবং ক্যামেরা ।ফোনটিতে জল ঢোকার পসিবিলিটি নেই এবং ফোনের যেই সাইট কি গুলো রয়েছে সেগুলো ওয়াটার এবং ডাস্ট প্রুফ । এই ফোনটিতে Foldable LTPO Amoled ডিসপ্লে রয়েছে এবং ফোনটির সাথে যে pen টি রয়েছে তা সাপোর্ট দেবে এই ফোনের ডিসপ্লেতে ।ফোনটি রিয়ারে তিনটি ক্যামেরা রয়েছে এবং তিনটি ক্যামেরায় ৫০ মেগাপিক্সেলের । ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 9000+ প্রসেসর রয়েছে । মোবাইলটির সাথে 5750 mAh এর ব্যাটারি এবং তার সাথে 70 Watt এর একটি ফাস্ট চার্জার রয়েছে ।ইতোমধ্যে বাংলাদেশে এই ফোনটি অফিশিয়ালি চলে এসেছে । সাধারণত ফোল্ডেবল ডিভাইসের দাম অনেক বেশি হয়, Tecno V Fold 2 ফোনটি যে দামে অফার করছে সেই ক্ষেত্রে এটিই সেরা ।

FAQ

প্রশ্ন : Tecno V Fold 2 ফোনের ওজন কত ?

উত্তর : Tecno V Fold 2 ফোনের ওজন 249 গ্রাম ।

প্রশ্ন : টেকনো ভি ফোল্ড ২ মোবাইলটির পিক ব্রাইটনেস কত ?

উত্তর : টেকনো ভি ফোল্ড ২ মোবাইলটির পিক ব্রাইটনেস 1600 nits ।

প্রশ্ন : ফোনের ডিসপ্লে কত বিলিয়ন কালার সাপোর্ট করে ?

উত্তর : ফোনের ডিসপ্লে 1 বিলিয়ন কালার সাপোর্ট করে ।

প্রশ্ন : টেকনো ভি ফোল্ড ২ ফোনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ কত fps এ ভিডিও রেকর্ড করা যায় ?

উত্তর : টেকনো ভি ফোল্ড ২ ফোনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4k তে 60fps এ ভিডিও রেকর্ড করা যায় ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top